রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের অবরোধের মুখে গ্যাস ও পেট্রোলচালিত চার স্ট্রোক থ্রি–হুইলার যানবাহনের বিরুদ্ধে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন সড়কে চালকদের আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, চার স্ট্রোক থ্রি–হুইলার যান চলাচল সংক্রান্ত বিআরটিএর সাম্প্রতিক নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে চালকদের প্রতি অবরোধ তুলে নিয়ে যান চলাচলে বাধা না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভাড়া নির্ধারণ ও মিটার ব্যবহারের শর্ত বাতিলের দাবিতে সকাল ৮টা থেকে রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, মোহাম্মদপুর, গাবতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। প্রায় দুই ঘণ্টার এ অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
পরে বিআরটিএ মামলা ও জরিমানার নির্দেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রকাশ করলে চালকরা অবরোধ তুলে নেন। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মিটারে গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারণ না করা হলে তারা আগের নিয়মে চলতে রাজি নন। মিটারের ভাড়া নিয়ে আবারও আইনি পদক্ষেপ নেয়া হলে তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ একটি নির্দেশনায় জানায়, মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। সড়ক পরিবহন আইন–২০১৮ অনুযায়ী, রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনো গন্তব্যে যেতে বাধ্য, এবং চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে পারবেন না।
আইনের ৮১ ধারা অনুযায়ী, এই নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেয়া হতে পারে। পাশাপাশি, চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেয়ার বিধানও উল্লেখ করা হয়েছিল। তবে, চালকদের আন্দোলনের মুখে এ নির্দেশনা আপাতত স্থগিত করল বিআরটিএ।