শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

চার শতাধিক পরিচ্ছন্নতাকর্মীদের ঘরে ঈদ আনন্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মরত চার শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ঘরগুলোতে বইছে ঈদ আনন্দ। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভা চত্বরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে উপহার তুলে দেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এ সময় পৌর মেয়র বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে প্রতি বছর ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকি। এবছরও আমরা ফেনী পৌরসভার পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, চাল, সেমাই, চিনিসহ ঈদ উপহার বিতরণ করেছি।

পৌর মেয়র আরো বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা শহরের মূল প্রাণ। তারা সুন্দর থাকলে পৌরসভা সুন্দর থাকবে। পৌরসভার সৌন্দর্যবর্ধনে তাদের ভূমিকা অনস্বীকার্য তাই তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।

৯নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী রুবেল জানান, অতীতে অনেক মেয়র পৌরসভার দায়িত্ব পালন করেছে। কোন মেয়র এধরনের খাদ্য সহায়তা আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের দেয় নি। আমরা মেয়র স্বপন মিয়াজীর খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি।

রোকসানা বেগম জানান, প্রতি বছর ঈদে আমরা এই উপহার পাই। এবছরও আমরা পেয়েছি। এই উপহার পেয়ে অনেক খুশি আমি। আমার পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবেই ঈদ কাটাতে করতে পারবো।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সচিব আবু জাফর গিফারী, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More