আফগানিস্তানের রাজধানী কাবুলে চার বছর পর ভারত তার দূতাবাস পুনরায় চালু করেছে। এটি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উন্নতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এটি খুলে দেয়া হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সাম্প্রতিক নয়াদিল্লি সফরের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে ভারত কাবুলে দূতাবাস বন্ধ করে দেয়। পরে মানবিক সহায়তা ও বাণিজ্য সুবিধার জন্য একটি ছোট মিশন চালু করা হয়েছিল।
ভারতীয় মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনের মর্যাদা আফগানিস্তানে পূর্ণ দূতাবাসের মর্যাদায় উন্নীত করা হচ্ছে। এই সিদ্ধান্ত পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে আফগান পক্ষের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ভারতের দৃঢ় সংকল্পকে তুলে ধরে।
মুত্তাকি এই মাসের শুরুতে নয়াদিল্লি সফরে গিয়ে সম্পর্ক জোরদার করার আলোচনা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি তালেবানের আঞ্চলিক সম্পর্ক সম্প্রসারণ এবং সম্ভাব্য কূটনৈতিক স্বীকৃতির প্রচেষ্টার অংশ।
এখন কাবুলে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান ও তুরস্কসহ এক ডজনের বেশি দেশের দূতাবাস রয়েছে। তবে রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান শাসনকে স্বীকৃতি দিয়েছে।
ভারত ঐতিহাসিকভাবে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তবে নারীদের উপর নিষেধাজ্ঞার কারণে তালেবানকে স্বীকৃতি দেয়নি ভারত।
সূত্র: জিও নিউজ