অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ইন্টারনিশিপ থেকে বিরত থেকে মৌন মিছিল ও মমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী মৌলভীবাজার ম্যাটস , ন্যাশনাল লাইফ কেয়ার ম্যাটস এর শিক্ষার্থী ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের ইন্টার্নশিপ এর শিক্ষার্থীরা। মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
সন্ধা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল করে। মৌন মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করা এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগের ব্যবস্থা করা।
অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ডাক দেবে ম্যাটস শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।
বকশী মিছবাহ উর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ