মানিকগঞ্জে দুই শিক্ষার্থীকে চাকরির প্রলোভনে অসামাজিক কাজে বাধ্য করানোর অভিযোগে নুসরাত জাহান তানজিনা (২০) নামের এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যা্লয়ে পুলিশ সুপার গোলাম আজাদ খান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা জানান, তারা দুইজন মাদ্রাসা পড়ুয়া ৯ম ও ৮ম শ্রেণির ছাত্রী। একই গ্রামের হওয়ায় তানজিনার সাথে ভালো সম্পর্ক ওই শিক্ষার্থীদের। তানজিনা তাদেরকে ঢাকায় কাপড়ের দোকানে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে হৃদয় নামের এক ছেলেকে দিয়ে হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করান।
অভিযোগের বিষয়টি স্বীকার করে তানজিনা জানান, হৃদয়ে সাথে ফেসবুকে পরিচয় তার। এরপর অভাবের কারণে ঢাকায় গিয়ে হৃদয়ের কথায় তিনি বিভিন্ন হোটেলে গিয়ে অসামাজিক কাজ করেন। হৃদয়ের প্রলোভনে তিনি ওই শিক্ষার্থীদের অসামাজিক কাজে বাধ্য করান।
পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, সাটুরিয়াতে একই দিনে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পারেন নুসরাত নামে এক নারী ওই দুই শিক্ষার্থীকে চাকুরির লোভ দেখিয়ে ঢাকায় পাচার করেছে। উদ্ধার হওয়ার শিক্ষার্থীরা জানিয়েছে তাদেরকে অসামাজিক কাজে বাধ্য করা হয়েছে।
এই ঘটনায় উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলাম বাদি হয়ে মামলা করেছেন। উদ্ধার হওয়ার দুই শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। হৃদয়কে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
এমি/দীপ্ত