চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই কিশোর গ্যাং সদস্য মো.হাসিব (২৫), মো.সজিব (২০) আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা।
আটকতৃতরা হাসিব দক্ষিণ উজিরপুর এলাকার দুলালের ছেলে ও সজিব পৌর এলাকার বড়চক দৌলতপুর গ্রামের আলতাফ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাথা চাড়া দিয়ে উঠেছে স্থানীয় একটি বখাটে গ্রুপ। ১০–১৫ জন কিশোর নিয়ে গড়ে তোলা হয়েছে “আলিউল”গ্রুপ। এ গ্রুপের সদস্যরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরির এমনকি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়মিত শোডাউনসহ আতঙ্ক সৃষ্টি করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লোকজন অভিযোগ দিলে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনে মাদকসেবন অবস্থায় দুজনকে আটক করা হয়। তাদের দেখানো একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহমেদ বলেন, র্যাবের করা মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএ/দীপ্ত নিউজ