ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন দাবিকৃত চাঁদা না পেয়ে লালপোল বেদে পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট চালায়। এ ঘটনার বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ফেনীর লালপোল বেদে পল্লীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে হামলার ঘটনায় শ্রমিকদল নেতা সাহাব উদ্দিনসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করে।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় মুদি দোকানদার মো. দুলাল মিয়া, সৌদি প্রবাসী মো. শহীদুল্লাহ্, মনিরুজ্জামান, স্বর্ণ–রুপা সন্ধানকারী মো. চৌধুরী হোসেন, চা দোকানী আফিয়া বেগম ও রজ্জবের নেছা।
ভুক্তভোগী পরিবারগুলো জানান, সাহাবুদ্দিন তাদের কাছে নগদ ১ লাখ টাকা এবং প্রতিরাতে ১জন করে যুবতী মেয়ে পাঠাতে বলেন। তারা এতে অস্বীকার করলে প্রায় ২ শতাধিক সন্ত্রাসী নিয়ে ২৯ জুন বেদে পল্লীর বাড়ি ঘর ভাংচুর, হামলা ও কুপিয়ে জখম করে।
রজ্জবের নেছা জানান, আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করি। আমাদের বাড়ি–ঘর ভাংচুরের উপযুক্ত শাস্তি চাই ও ক্ষতিপূরণ দাবি করছি। আমরা মানুষের দাঁতের পোক, স্বর্ণ–রুপা সন্ধান সহ বিভিন্ন কাজ করি। আমাদের পর্যাপ্ত খাবার জুটে না। নেই কোন ভবিষ্যত। অথচ আমরা প্রতিমাসে তাকে চাঁদা দিতে হয়।
আফিয়া বেগম জানান, ছোট একটি চা দোকান করে সংসার পরিচালনা করি। আমাদের উপর অমানবিক নির্যাতন করেন এই মাইক সাহাবুদ্দিন। গত ৯ মাসে সাহাব উদ্দিন আমাদের বেদে পল্লীতে এসে নানা ভাবে নির্যাতন করে আসছে। তিনি আরো বলেন, সাহাব উদ্দিন আমাদের সবাইকে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে হামলা, ভাংচুর লুটপাটের ঘটনায় রাশেদা ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মামলায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মামুন/আল