শনিবার, অক্টোবর ৪, ২০২৫
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নরসিংদী জেলায় যানবাহন চালকদের থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করা ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজরা।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং–সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ৮জন পুলিশ সদস্য নিয়ে শহরের বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে ফেরার পথে বেলা ১১টায় আনোয়ার দেখতে পেয়ে আরশীনগর মোড়ে যানবাহনের চালকদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রমজান ও সেলিম নামে দুইজনকে হাতেনাতে আটক করে।

আটককৃতদের আটকের খবর শুনে ইজারাদার আলমগীরসহ ৩০ থেকে ৪০ জন লোক ঘটনাস্থলে আসেন। তারা আটকৃকতদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারকে হুমকি দিতে থাকেন। এতে পুলিশ সুপার তাদের ছাড়তে নারাজ হলে তারা পুলিশ সুপারের ওপর হামলা চালান এবং দুই চাঁদাবাজকে নিয়ে সটকে পড়েন।

এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য কিলঘুষিতে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজধানী রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‘সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর ঘাড়ে ও পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি। তাঁকে হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে।’

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘৩০–৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে আমাকে কিলঘুষি মারতে থাকে। এরপর তারা আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।’

এ বিষয়ে নরসিংদী পৌরসভার সিএনজি ও অটোস্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, ‘পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় ইজারা নিয়েছি আমি, কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার প্রায়ই ইজারার টাকা তুলতে বাধা দেন। এর আগেও তিনি আমাদের দুজনকে আটক করে মামলা দিয়ে জেলে পাঠান। আমরা বৈধভাবে ইজারা নিয়ে যদি কাজ করতে না পারি, তাহলে সরকারকে দেওয়া ২৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হোক। পৌরসভার নিয়ম ও বৈধ ইজারার শর্ত মেনে সড়ক থেকে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশের ওপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন।’

প্রসঙ্গত, ইজারাদার আলমগীর হোসেন নরসিংদী শহর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা যুবদল সভাপতি মহসীন হোসাইনের (বিদ্যুৎ) বড় ভাই।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More