বরিশালের বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বামরাইল ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, গৌরাঙ্গ লাল কর্মকার রাজনৈতিক জীবনে ছিলেন একজন হাস্যোজ্জ্বল ও সাদামনের মানুষ। স্বাধীনতার পরে তরুণ বয়সে হয়েছেন বামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বঙ্গবন্ধুকে হত্যার পর যখন আ.লীগের নাম মুখে আনতে সবাই ভয় পেতো তখন তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে ধারণ করে আ,লীগের রাজনীতি করে গেছেন।
আরও পড়ুন: বরিশালের ছেলে বিয়ে করব না: শিরিন শিলা
স্থানীয়রা আরও জানান, দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ছিলেন বামরাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি। সর্বশেষ এ প্রবীণ রাজনীতিক ইউনিয়ন আ.লীগের কমিটিতে ছিলেন প্রধান উপদেষ্টা ও উপজেলা আ.লীগের অন্যতম উপদেষ্টাহিসাবে। তিনি ছিলেন চীরকুমার, মানবকল্যাণই ছিল তার ব্রত। মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড।
গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এ কে ফাইয়াজুল হক ও তার সহধর্মিণী সালমা ফাইয়াজ।
ফাইয়াজুল হক বলেন, গৌরাঙ্গ লাল কর্মকারের জীবন ও কর্ম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মানবসেবায় তিনি তার সারাজীবন অতিবাহিত করেছেন। তার জীবন থেকে দীক্ষা নিয়ে আমাদেরকে মানবসেবায় কাজ করতে হবে।
আরও পড়ুন: গঠিত হচ্ছে বরিশাল জিলা স্কুল অ্যালামনাই
এসএ/দীপ্ত নিউজ