চলতি মাসেও ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে। এতে পরিস্থিতির আরেক দফা অবনতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে, গত মাসের শেষ সপ্তাহে রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর শতকরা ৪০ ভাগই এসেছে বিভিন্ন জেলা থেকে।
রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই আসছে একের পর এক ডেঙ্গু রোগী। তাদের বেশির ভাগই জ্বরের পাশাপাশি নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আসছেন আক্রান্তরা। তারা বলছেন– আতঙ্ক আর জেলা ও উপজেলা হাসপাতালে যথাযথ সেবা না পাওয়ায় তাদেরকে আসতে হচ্ছে।
সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু সব রেকর্ড ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন চিকিৎসকরা।
ডেঙ্গুর টিকা নিয়ে গবেষণার অগ্রগতিতে আশার সঞ্চার করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আল / দীপ্ত সংবাদ