ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৭। এসময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন।
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ স্যালাইন ও প্লাটিলেট টেস্টের রিএজেন্টের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে আতঙ্কে রোগীর স্বজনরা ছুটছেন বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ জন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৪১ জন।
পটুয়াখালীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ শিশুসহ ৮৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সাভারে গত ২৪ ঘন্টায় ৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ