চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন বসানোর কাজ শেষ পর্যায়ে। জুনের মধ্যে আনুষঙ্গিক সব কাজ শেষে আগস্টেই তা চালু করতে চায়, বাংলাদেশ রেলওয়ে।
দিগন্ত ছোঁয়া নীল জলরাশি, বালুময় সৈকত, সারি সারি ঝাউবন আর সবুজ পাহাড়ে ঘেরা অপরূপ এক শহরের নাম কক্সবাজার। দেশের পর্যটনখাতের সবচেয়ে জনপ্রিয় স্থানটিতে প্রতিবছর ভ্রমণ করেন এক কোটির বেশি মানুষ।
সড়ক, নৌ আর আকাশপথে ঢাকার সাথে কক্সবাজারের যোগাযোগ ঘটলেও এবার ‘রেল’ সংযোগে আসছে এই পর্যটননগরী। এরই মধ্যে সেখানে গড়ে উঠছে ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশন ভবন। দিনে যার ধারণ ক্ষমতা অন্তত ৯০ হাজার।
আন্তর্জাতিকমানের এই স্টেশনটি হবে ৬ তলার। এতে থাকবে টিকিট কাউন্টার, স্বাগত জানানোর কক্ষ, তারকামানের হোটেল, রেস্তোরাঁ, মালামাল রাখার লকার, শিশু যত্ন কেন্দ্রসহ আধুনিক সব সুবিধা।
চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথে স্টেশন থাকবে মোট ৯টি।
দোহাজারি-কক্সবাজার রেল প্রকল্পের কাজ অনুমোদন পায় ২০১০ সালে। বৈদেশিক ঋণ পেতে বিলম্বের কারণে কাজ শুরু হয় ২০১৮ সালে। এ প্রকল্পে খরচ হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা।