চলতি অর্থবছর শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষমাত্রার চেয়ে অনেকটা কম হতে পারে বলে জানিয়েছে এডিবি। এসময় প্রবৃদ্ধি কমে শতকরা ৬ দশমিক ২ ভাগে দাঁড়াতে পারে বলে মনে করে সংস্থাটি।
অর্থনীতিবিদের মতে, ডলার সংকটে যন্ত্রপাতি আমদানিতে বিধিনিষেধ এবং জ্বালানি স্বল্পতায় উৎপাদনের গতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
চলমান অর্থ বছরের প্রথম ছয় মাস শেষের দ্বারপ্রান্তে। বাকী রইলো আগামী জুন পর্যন্ত আরও ছয় মাস। অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই চলতি বছর বাজেটে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষমাত্রা নির্ধারন করে সরকার।
যা বরাবরই অবাস্তব বলে আসছেন বিশ্লষকরা। এমন সংশয় অমূলক বলছে না এশিয়ান উন্নয়ন ব্যাংক–এডিবি।
গত ১৯ ডিসেম্বর সংস্থার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ডিসেম্বর সংস্করণ প্রকাশ হয়। যেখানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এডিবি।
দেশের অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন সক্ষমতা কমতে থাকলে গতি আসবে না অর্থনীতিতে।
চলতি অর্থবছরের বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও মনে করে এডিবি। এমন অবস্থায় আসন্ন রমজানকে কেন্দ্র করে ডলার ও আমদানিতে কেন্দ্রীয়ভাবে সুষ্ঠ পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদের।
২০২৩ সালে এশিয়ার গড় মূল্যস্ফীতি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানায় এডিবি।
এসএ/দীপ্ত নিউজ