বাংলাদেশ ব্যাংক বুধবার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি প্রকাশ করেছে। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।
নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করেছে। উল্লেখ্য, এই সুদের হারকে ‘রেপো রেট‘ বলা হয়।
বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে ৮% মূল্যস্ফীতি কমাতে পারি নাই কারন অনেক তবে সেটা না বলে বরং চেষ্টা করছি অতি দ্রুত জুনের মধ্যে এটা কমিয়ে সাড়ে ৭% এর মধ্যে নামানো যায়।
জানুয়ারি –জুন সময়ের জন্য সংকোচন মূলক মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর দাবী করেছেন আমদানিতে ডলারের দাম ১১০ টাকায় রাখা গেছে যা বিশ্বের অন্নেক দেশের তুলনায় এখনো কম, এসময়ে আমদানি কমেছে , রফতানি ও প্রবাসী আয় বৃদ্ধির উদ্যোগ ছিল ফলে রিজার্ভ ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে রাখা গেছে।
আল / দীপ্ত সংবাদ