এশিয়া কাপের ফাইনালে টসে হেরে আগে ফিল্ডিং করবে ভারত। একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও হার্দিক পান্ডিয়া।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩.৩ ওভার ৩ উইকেটে ৮ রান করেছে। ব্যাটিং বিপর্যে লঙ্কানরা।
টুর্নামেন্টে এর আগে ১১ বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সবশেষ আসরসহ মোট ৬টি শিরোপা জিতেছে তারা। ইনজুরিতে ছিটকে যাওয়ায় ফাইনালে স্পিন আক্রমণের অন্যতম ভরসা মাহিশ থিকসানার সার্ভিস পাবে না দাসুন শানাকার দল।
অন্যদিকে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ১০ বার ফাইনাল খেলে ৭ বার শিরোপা জিতেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ নম্বরটি জয়ের লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মার দল।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ