আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চলছে এ আপিল শুনানি। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এ ছয়দিন রোজ ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসি।
এদিকে সকালে ১৮ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।
প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম–১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ–১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল ওয়াহেদ, কুষ্টিয়া–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, মুন্সিগঞ্জ–২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিক ও ঢাকা–১৪ আসনের তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম।
প্রার্থিতা বাতিল থাকছে ঠাকুরগাঁও–১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তহমিনা আখতার মোল্লা ও কক্সবাজার–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদের।
এবার প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অন্যতম সমস্যা এক শতাংশ ভোটারের স্বাক্ষর জোগাড়ে ব্যর্থ হওয়া। এজন্য অনেক প্রার্থী তাদের সমর্থক নিয়েই ইসিতে হাজির হয়েছেন।
আরও পড়ুন: আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন যারা
উল্লেখ্য, গতকাল রবিবার প্রথম দিন ৯৪টি আপিল শুনেছে ইসি। এদিন প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। বাছাইয়ের সময় তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। যাঁরা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাঁদের মধ্যে ৩৩ জনই স্বতন্ত্র প্রার্থী।
এসএ/দীপ্ত নিউজ