চলছে আয়কর রিটার্ন জমা। তবে করদাতাদের উপস্থিতি তুলনামূলক কম। সহজে রিটার্ন জমা দিতে পারলেও অনেকের রয়েছে ভোগান্তির অভিযোগ।
বিগত বছরের মত আয়কর মেলা না হলেও এ বছর মেলার আদলেই করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলবে নভেম্বর জুড়েই।
রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল ও সার্কেল কার্যালয়ে রিটার্ন জমা ও সেবাবুথে এখনো তেমন ভিড় নেই। নির্বিঘ্নেই রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। তবে রিটার্ন জমা দেওয়া নিয়ে কারো কারো রয়েছে কিছু অভিযোগ।
নতুন আয়কর আইন অনুযায়ী এবারের রিটার্ন জমা বেশ সহজ হয়েছে উল্লেখ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়ার পরামর্শ দিয়েছেন কর কর্মকর্তারা। নইলে গুনতে হবে জরিমানা।
বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা ৯৩ লাখের বেশি।
দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে চলছে আয়কর রিটার্ন সেবা।
এসএ/দীপ্ত নিউজ