ইউপি নির্বাচনে চরের ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মত। সারিবদ্ধভাবে নারীরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। এ চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শুধু চর কাবিলপুর নয়, ইউনিয়নের ৯টি কেন্দ্রের একই চিত্র।
বুধবার (১৬ মার্চ) উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায়। বিরতহীনভাবে চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
ভোটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী ও সংরক্ষিত আসনের সাধারণ সদস্যরাও। তারা বলেছেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা বলেন, ভোটাররা উৎসুক পরিবেশে ভোট দিচ্ছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, ফজলুপুর ইউপি নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ১৪ হাজার ১২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের দায়িত্বরত রির্টানিং কর্মকর্তা ও ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবাহান বলেন, এ নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিকেন্দ্রে ১২ জন করে পুলিশ সদস্য, ১৭ জন করে আনসার সদস্য ছাড়াও বিজিবি, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোক দায়িত্ব পালন করছেন।
এফএম/দীপ্ত সংবাদ