বিশ্বকাপে চমক দেখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান। ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিশ্বের সেরা স্পিনারদের দাপটে ২১৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ইতিহাসে নাম লেখালেন গুরবাজ–মুজিবরা।
গত আসরের বিশ্বসেরাদের হারিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন তারা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও স্বাগতিক ভারতের কাছে পাত্তা না পাওয়া আফগানরা, বিশ্বআসরে রুখে দিলেন রুট–বাটলারদের।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তুলোধুনো করে, রানের ফোয়ারা ফুটান দুই আফগান ওপেনার রহমত উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজের অর্ধশতকে ১১৪ রান তোলে এই ওপেনিং জুটি। ইব্রাহিম ২৮ রানে সাজঘরে ফিরলে, ক্রিজে থিতু হতে পারেননি গুরবাজও।
পরবর্তি ৩৮ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। দলের হয়ে হাল ধরতে গিয়ে ব্যার্থ হন অভিজ্ঞ নাবিও। শেষে ইক্রাম আলিখিলের ৫৮ রানে ২৮৪ রানের লড়াকু লক্ষ্য ছুড়ে দেয় ডেভিড মালানদের।
এদিকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফারুকির বলে লেগ বিফোরের ফাঁদে পরেন ইংলিশরা ব্যাটার জনি বেয়ারস্ট্রো। রুট ফেরেন মা্ত্র ১১ রানে।
ব্রুকের সাথে বাটলার– লিভিংস্টোনরা ছোট ছোট জুটি গড়লেও, তা বিশ্বের সেরা স্পিনারদের সামনে ছিলো তুচ্ছ।
এসএ/দীপ্ত নিউজ