বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের অমূল্য সম্পদ যুব সমাজ জেগেছে। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। অদম্য দুঃসাহসী এই যুব শক্তিকে আমরা কাজে লাগাতে চাই। তাদের মাধ্যমেই তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন সিলেট২ ও ৩ এর ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা জামায়াত।

সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, আমাদের স্বপ্নের বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না। দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কোনো বাধা মানবো না। দেশপ্রেমিক ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা কারো কাছে ইজারা দেই নাই। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে এতো মানুষ শহীদ হয়েছেন। দেশমাতৃকার গর্বিত সন্তান আমাদের শহীদদের রক্তের মূল্য দিতে হবে। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না।

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই উল্লেখ করে জামায়াতে ইসলামির আমির বলেন, এ জন্যই দেশের অধিকাংশ দল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে গণভোটের দাবি জানাচ্ছে। এই বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের অবশ্যই গুরুত্ব দিতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আলহোসাইনের যৌথ পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সিলেট২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More