চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে গলায় ফাঁস লাগিয়ে রোকেয়া খাতুন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেন। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত রোকেয়া খাতুন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২১০ নম্বর কক্ষে থাকতেন।
সহপাঠীরা জানান, নিহত রোকেয়া খাতুন অসুস্থতার কারণে কয়েকটি পরীক্ষা দিতে না পারায় মানসিক চাপে ছিলেন। অসুস্থতার কারণে কয়েকটি পরীক্ষা দিতে না পারায় হলে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করেন তারা। তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. রকিবা নবি বলেন, রোকেয়া অসুস্থতার কারণে ইয়ার ফাইনালের কয়েকটি পরীক্ষা তার মিস হয়ে গেছে। এরপর থেকে ডিপ্রেসড হয়ে পড়েছিল। এজন্য আত্মহত্যা করেছে কি না, সেটা পুরোপুরি নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আফ/দীপ্ত সংবাদ