ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রাম, শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে ফ্লাইটগুলো অবতরণ করে।
অবতরণ করা ৮টি ফ্লাইটের মধ্যে ২টি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট, আর বাকি ৬টি আন্তর্জাতিক ফ্লাইট; ৩টি ইউএস–বাংলা এয়ারলাইন্সের, ১টি এয়ার এরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকার ফ্লাইট এবং ২টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিকাল ৪টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হঠাৎ করে কয়েকটি ফ্লাইট অবতরণ করলেও চট্টগ্রাম বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এর আগে, দুপুরে বিমানবন্দর ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
এসএ