চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩বছর আগে সবুর হত্যা মামলায় ২জনকে মৃত্যুদন্ড, ১জনকে যাবজ্জীবন ও ৪জন আসামীকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মে) বিকেলে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন জাবেদ ও হাবীব আহমেদ। যাবজ্জিবন সাজাপ্রাপ্ত হয়েছেন মিন্টু মিঞা। এসময় আসামীরা আদালতে উপস্তিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলী জানায়, ২০১০ সালের নভেম্বর মাসে জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা লোহার রড দিয়ে আব্দুস সবুরকে আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী খুরশিদা বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় ১০জনকে আসামি করা হয়। ২০১৫ সালে পুলিশ তদন্ত শেষে ৮জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র জমা দেয়।
বিচার চলাকালে ছবির আহমদ নামে এক আসামির মৃত্যু হয়। আদালত ১১জন সাক্ষির সাক্ষ্যগ্রহন করে এ রায় প্রদান করেন।
আল/দীপ্ত সংবাদ