চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, জাকের আলী ও অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।
লংকানদের দেয়া ২৩৬ রানের টার্গেটে, সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে মাঠে ব্যাট করতে নেমেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যদিকে প্রথম ইনিংসে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। তবে ইনিংসের এক পর্যায়ে মাঠে তাকে কিছুক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা যায়। তাই দ্বিতীয় ইনিংসে তার বদলি হিসেবে মাঠে নামেন আম্পায়ার তানভীর আহমেদ।
সোমবার (১৮ মার্চ) সকালে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ইনজুরিতে জর্জরিত দু‘দলই আনে একাদশে পরিবর্তন। এরপর প্রথম ইনিংসে বেশ দুর্দান্ত বোলিং করলেও, বিপত্তি বাধে ইনিংসের শেষ ৩টি ওভারে।
মুস্তাফিজুর রহমান ইনিংসের ৪৮তম ওভারে বল করতে এসে, পায়ে ব্যাথা অনুভব করেন। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। ঠিক পরের ওভারে শরিফুল ইসলামের করা ৪৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি থেকে ফিল্ডিংয়ের সময় পায়ে গুরুতর চোট পান ওপেনার সৌম্য সরকার। বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপর তার বদলি হিসেবে শেষ ওভারে ফিল্ডিং করতে নেমে গুরুতর আহত হন জাকের আলী অনিক। পয়েন্টে থেকে ক্যাচ ধরতে গিয়ে এনামুল হকের সাথে সংঘর্ষ হয় তার। এতে ডান কাঁধে বেশ ব্যাথা অনুভব করতে দেখা যায় তাকে। এরপর দ্রুত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনিও।
ইমাম/দীপ্ত সংবাদ