আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামে রূপালী ব্যাংকের মহিলা ব্রাঞ্চের উদ্যোগে একটি বিশেষ স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংকিং চর্চা এবং ভবিষ্যতের আর্থিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ব্রাঞ্চের ব্যবস্থাপক মোসাম্মৎ রায়হান জান্নাত নাজমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম ডিভিশনের উপমহাব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনাল অফিসের (পশ্চিম) উপমহাব্যবস্থাপক শেখ কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক গোবিন্দ দাসসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে তারা অর্থনৈতিকভাবে সচেতন নাগরিক হয়ে উঠবে। রূপালী ব্যাংক এই লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অর্ধ শতাধিক অ্যাকাউন্ট খোলা হয়।
রূপালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের আর্থিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।