চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও র্যাবের যৌথ অভিযানে দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র–গুলিসহ ছয়জন আসামি গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় একটি বিদেশী পিস্তল, ১১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বের) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানায় আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের নির্দেশেই এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান, চন্দনাইশসহ বিভিন্ন জায়গায় যৌথ অভিযানে নামে পুলিশ, র্যাব, এপিবিএন। এসময় উদ্ধার করা হয় বিদেশী পিস্তল, কয়েকটি এক নলা বন্দুক, রামদা, করাতসহ বিপুল দেশিয় অস্ত্র। অস্ত্র উদ্ধারের পাশাপাশি ছয়জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, কয়েকটি গ্রুপ রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড করছে। তাদের ধরতে চলছে বিশেষ অভিযান।
নভেম্বর মাসেই শুধুমাত্র রাউজানে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি করত বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বর মাসে অস্ত্র আইনে মামলা হয়েছে ৫টি।
রুনা আনসারী