চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৫ জুন) রাতে নগরীর কর্ণফূলী নদীতে একটি জাহাজে অভিযান চালিয়ে আসামী আপন তিন ভাই মোহাম্মদ জামাল, মোহম্মেদ কামাল, মোহাম্মদ আব্দুস ছবুরকে গ্রেফতার করা হয়।
তারা পটিয়ার দক্ষিণ চাটরা মৌলভী পাড়ার মোহাম্মদ ইসলাম এর তিন ছেলে। র্যাব জানায়, ২০১৫ সালের ১২ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান তিন আসামি গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে ভিকটিম কামাল উদ্দিনকে হত্যার দায়ে আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। অবশেষে ৭ বছর পর ধরা পড়ে র্যাবের হাতে।
রুনা আনসারী / আল / দীপ্ত সংবাদ