চট্টগ্রামে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। রবিবার (২৬ মার্চ) নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণের অস্থায়ী শহীদ মিনারে প্রথম প্রহরে তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র এম রেজাউল করিম। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসনও সরকারি বিভিন্ন বিভাগ ও রাজনৈতিক সামাজিক সংগঠন।
এরপর এম.এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস, আনসার বিডিপি ও বিএনসিসি সদস্যরা অংশ নেন।
এছাড়াও স্বাধীনতা দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
আফ/দীপ্ত সংবাদ