চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নগরীর ফলমন্ডির দোকানের পণ্যতে আমদানিকারকের স্টিকার না থাকা, ক্রয় – বিক্রির রশিদ না দেয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এরাবিয়ান ডেটস নামে এক দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ মার্চ ) সকালে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দোকানগুলোতে আমদানি করা শিশু খাদ্য গুঁড়ো দুধ, অলিভওয়েল, নুডলস, বিস্কুট, ঘিসহ অধিকাংশ পণ্যগুলোর প্যাকেটে ছিলো না আমদানিকারকের কোন সিল বা স্টিকার। এছাড়া ব্যবসায়ীরা অনেকেই পণ্যের ক্রয় রশিদ দেখাতে পারেনি, ফলে বেশকিছু পণ্য উচ্চমূল্যে বিক্রির অভিযোগ রয়েছে এসব দোকানদারদের বিরুদ্ধে।
রমজান মাস উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর, বিএসটিআইসহ বিভিন্ন সংস্থা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে।
আল/দীপ্ত