চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ২ জন। এ ছাড়া সরোয়ার বাবলা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়োজিদ থানার পূর্ব বায়েজিদের হামজারবাগ (চালিতাতী) এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) আসনের জন্য তাকে মনোনীত করেছে বিএনপি।
আহত অপর ব্যক্তি নাম শান্ত। তিনি যুবদল নেতা বলে জানা গেছে। ঘটনার পর তাদের নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, চট্টগ্রাম মহানগর বিএনপি বলছে, নিহত সরোয়ার তাদের দলের কেউ নন। জনসংযোগে শত শত লোক অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে কেউ একজন হতে পারেন তিনি।
তবে পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেনকে গুলি করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, কে বা কারা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গোলাগুলির ঘটনায় সেখানে ভয় ও উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।