মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি রাউজান, বিএনপি রাজনীতিতে সক্রিয় হন।

তিনি ভেষজ পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামাারের স্বত্বাধিকারী ছিলেন। এ ছাড়া ১ বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে মুহাম্মদ আবদুল হাকিম খামারবাড়ি থেকে অপর একজনসহ তাঁর ব্যক্তিগত গাড়িতে করে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তাঁর গাড়ির পিছু নেয়। এরপর পানি শোধনাগার এলাকায় পৌঁছালে তাঁরা আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি করতে থাকেন। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, হাসপাতাল নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম নামে ব্যক্তি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য, রাউজান উপজেলায় গত ৫ আগস্ট পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More