চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
অন্যান্য হাসপাতালেও প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী।
চিকিৎসকরা বলছেন, আক্রান্ত এভাবে বাড়তে থাকলে হাসপাতালে স্থান সংকুলানই কঠিন হয়ে পড়বে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এ বছরের জুনে গত বছরের তুলনায় রোগী বেড়েছে প্রায় ১৫ গুন। গতবছরের প্রথম ৬ মাসে যেখানে রোগী ছিলো মাত্র ৩৬ জন, এবার তা প্রায় ১৩ গুন বেড়ে দাড়িয়েছে ৪শ ৬৪ জনে।
চলতি মাসে এ পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত ৯৫ জন। চট্টগ্রামে গত ৬ মাসে ডেঙ্গুতে মারা গেছে ১১ জন।
রুনা আনসারী/এসএ/দীপ্ত নিউজ