মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

চট্টগ্রামে ফাঁকা গ্যালারিতে চলছে বাঘ-সিংহের লড়াই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। রান উৎসবের এই পিচে জমজমাট ম্যাচের আভাস থাকলেও, দর্শকদের উপস্থিতি হতাশাজনক।

প্রথম ওয়ানডে ম্যাচের আগে মাইকিং করে টিকেট বিক্রি করার দৃশ্যও ছিল বেশ চোখে পড়ার মতো । সাম্প্রতিক সময়ে টাইগারদের ক্রিকেটে নানান আলোচনাসমালোচনার কারণেই দর্শকদের মাঝে আগের মতো আবেগ উৎকণ্ঠা দেখা যায় না। এছাড়া লংকানদের বিপক্ষে টিটুয়েন্টি সিরিজ হারের প্রভাবও হতে পারে এটি। তবে সবকিছু ছাপিয়ে উত্তাপ দুপুরে রোজা রেখে খেলা দেখতে আসা দর্শকদের জন্যও বেশ ভোগান্তির।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বলেন, “দর্শকরা আমাদের থেকে হয়তো আরো ভালো ক্রিকেট প্রত্যাশা করে। যেহেতু, রোজা শুরু হয়ে গেছে তাই দর্শকদের জন্য এটি একটি বাড়তি কারণ হতে পারে। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার।

তবে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ দর্শক বাড়তে পারে বলে ধারণা করা যায়। কারণ, অনেক দর্শকই মাঠে বসে ফ্লাডলাইটের আলোতে বাংলাদেশের বোলিংয়ের চেয়ে ব্যাটিং দেখতে পছন্দ করে।

এদিকে ম্যাচের পরিস্থিতি দারুণ এক লড়াইয়ের আভাস দিচ্ছে। ২৬ ওভারের খেলা শেষে লংকানদের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান।

 

ইমাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More