চট্টগ্রামে নারীদের নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘চিটাগাং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভাল ২০২৫‘। ৪ থেকে ৬ সেপ্টেম্বর, চট্রগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী এ উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবের সকল প্রদর্শনী।
উৎসবটির আয়োজন করছে ‘ফিল্ম ফর আস’ ও ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন‘ (AUW) ফিল্ম ক্লাব। সাথে সহযোগিতায় থাকছে আন্তর্জাতিক সংস্থা ‘কানেক্ট হার‘ (ConnectHER)। উৎসবে প্রতিযোগিতা থাকবে সেরা ফিকশন ও ডকুমেন্টারি বিভাগের।
প্রথম এ আসরে প্রতিযোগিতা বিভাগে মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, এর মধ্যে ৭টি ফিকশন এবং ৬টি ডকুমেন্টারি। এছাড়া প্রদর্শিত হবে ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র সাথে কানেক্টহার থেকে নির্বাচিত আরও ১৫টি চলচ্চিত্র।
৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। ৫ সেপ্টেম্বর দর্শকরা দেখতে পাবেন ফিলিস্তিনের নারীদের নির্মীত ১২টি চলচ্চিত্র। ৬ সেপ্টেম্বর ঘোষণা ঘোষণা করা চলচ্চিত্র প্রতিযোগিতার পুরষ্কার সাথে অনুষ্ঠিত হবে সমাপনি অনুষ্ঠান।
উৎসবটির পরিচালক মাসউদুর রহমান বলেন, “উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। পাঁচটি দেশের নারী নির্মাতারা যুক্ত হবেন আমাদের সাথে। নারীদের গল্পে যে দৃঢ়তা, সংগ্রাম ও আশার প্রতিফলন ঘটে, দর্শকদের সেটিই আমরা দেখাতে চাই।”
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলাদেশে এমন একটি উৎসব আয়োজিত জেনে আনন্দিত তিনি। এটি নারী নির্মাতাদের জন্য একটি প্লাটফর্ম দেখছেন তিনি।
ফিল্ম ফর আস–এর সহ–প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন বলেন, “আমরা প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে কেবল শিল্পকর্ম হিসেবেই দেখছি না। এগুলো নারীদের টিকে থাকার অভিজ্ঞতা এবং সমাজের প্রতিফলন।” AUW ফিল্ম ক্লাবের সভাপতি সুমাইয়া বুশরার জানান, এই উৎসবের মাধ্যমে নারী নির্মাতাদের জন্য নতুন দিগন্ত প্রসারিত করতে চান তারা।