চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে মো. খোকা নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও কয়েকজন হতাহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন নিহতের মৃত্যুর খবর নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় দুজনকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার পর জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন,পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটা ও অবৈধ বসবাসের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ওই এলাকায় অভিযান চালিয়ে মো. শাহজাহান নামে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরপর জেলা প্রশাসনের নির্দেশনা না মেনে সেখানে পাহাড় কেটে সড়ক নির্মাণ হচ্ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ওই এলাকায় পাহাড় ঘেঁষে গত ৬ মাস ধরে সড়ক নির্মাণের কাজ চলছিল। বৃষ্টির কারণে কিছুদিন ধরে কাজ বন্ধ ছিল। বৃষ্টি কমে আসায় গত বুধবার থেকে আবারও কাজ শুরু করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। এরই মধ্যে শুক্রবার বিকেলে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ পাহাড়টি ধসে পড়ে।
এমি/দীপ্ত