চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় কেটে রাস্তা তৈরির সময় মাটি ধসে একজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জমি ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক আবু সাদাত মোহাম্মদ তৈয়বসহ তিনজন প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (১২ এপ্রিল) গভীর রাতে নগরীর আকবরশাহ থানায় মামলাটি দায়ের করা হয়। পরিবেশ অধিদফতর জানায় একই এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে ইতিপুর্বে অভিযান চালিয়ে একজনকে জেল দেয়া হয়েছিল। এছাড়া পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
কাউন্সিলর সহ সিটি করপোরেশন কর্মকর্তাদের এ বিষয়ে শুনানি করার জন্য পরিবেশ অধিদফতরে ডাকা হলেও তারা আসেনি। উল্টো পাহাড় কাটা অব্যহত রাখে এই বাস্তবতায় গত ৭ এপ্রিল ইফতারের আগ মুহুর্তে পাহাড় ধ্বসে ১০ জন শ্রমিক চাপা পড়ে। ৯ জন জীবিত উদ্ধার হলেও একজনের মৃত্যু হয়। এরমধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আকবরশাহ থানা ওসি ওয়ালী উদ্দিন আকবর ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
যূথী/দীপ্ত সংবাদ