চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য বহনকারী বাস উল্টে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়া পুলিশ লাইনস থেকে বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশ উপ–কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপি নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনসের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তিনি আরও জানান, বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জনকে এ হাসপাতালে আনা হয়েছে। অন্যদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 