শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

চট্টগ্রামে দুই আ.লীগ সমর্থককে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকার সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত আটটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেনপশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মোহাম্মদ আনিস (৩৮) ও বিল্লা বাড়ির মৃত মো. রফিকের ছেলে মাসুদ কায়সার (৩২)। দুজনেই হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আনিস ও কায়সার অক্সিজেনকুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আনিস এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, নগর ও জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More