চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবির গুদামে রং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে দমকল কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল ওহাব মিয়া জানান, জুতার লেমিনেটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
টিসিবির ওই ভবনে ‘রং ডা ইন্টারন্যাশনাল’ নামে এই কারখানাটিকে ভাড়া দেয়া হয়েছে। সেখানে জুতার সোল তৈরি করা হতো। তবে আগুন জুতার কারখানার মধ্যে সীমাবদ্ধ থাকায় টিসিবির পণ্যের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আফ/দীপ্ত সংবাদ