চট্টগ্রামের আকবরশাহ থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বাকি তিন জনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞার আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী বলেন, বিস্ফোরক আইনের ৪ ধারায় এরশাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০ বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একবছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে এই মামলার অন্য তিন আসামি সুজন, মাহবুব ও বুলবুলের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছে আদালত।
এর আগে গত ১১ এপ্রিল এই মামলায় যুক্তি–তর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার সময় নির্ধারণ করেছিল আদালত।
উল্লেখ্য ২০১৫ সালের ২৩ মার্চ নগরীর আকবরশাহ থানার মীর আ্উলিয়ার মাজার সড়কের এনআর স্টিল মিলের সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিযানের সময়ে অন্য আসামিরা পালিয়ে যান। পরে এই ঘটনায় আকবর শাহ থানার তৎকালিন এস আই শহিদুর রহমান বাদি হয়ে মামলা করেন।
আফ/দীপ্ত সংবাদ