পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৫২তম জশনে জুলুস। আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বড় এ জুলছে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।
জুলুছে প্রধান মেহমান হিসেবে আছেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুরাদপুরের ষোলশহর আলমগীর খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয় জুলুস।
নগরীর বাইরে বিভিন্ন জেলা–উপজেলা থেকেও বাস, মাইক্রোবাসযোগে হাজার হাজার মানুষ এসে যোগ দিয়েছেন জুলুসে।
জুলুস শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দান ও আশেপাশের বিশাল এলাকা। জুলুসে অংশ নেওয়া জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শিক্ষার্থীদের পোশাক সবার দৃষ্টি কাড়ছে।
জুলুসকে কেন্দ্র করে নগরের বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, ষোলশহর, জিইসি, ওয়াসা মোড়, কাজির দেউড়ী, লালখান বাজারসহ বিরাট অংশে যান চলাচল বন্ধ আছে।
নগরের বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ। মাইকে বাজছে হামদ, না’ত, গজলসহ নানা ধরনের ইসলামী সঙ্গীত।
আল/ দীপ্ত সংবাদ