চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে মোতালেব নামের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত র্যাব কর্মকর্তা হলেন ডিএডি মো. মোতালেব। তিনি বিজিবি সদস্য।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বলেন, র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন র্যাব সদস্য আহত হন। তাদের মধ্যে একজন নিহত হন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে বলে জানান তিনি।
র্যাবের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় জঙ্গল সলিমপুরে সন্ধ্যায় র্যাব সদস্যরা অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে এতে চার সদস্য গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ