চট্টগ্রামে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্যবিল রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব। এবার ফলনও ভালো হয়েছে। চাষিদের বিভিন্নভাবে সহায়তা দেয় কৃষি বিভাগ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিল। চলন বিলের পর এটি দ্বিতীয় বৃহত্তম ‘ধানের গোলা’ হিসেবে পরিচিত। এই বিলে ধানচাষ উদ্বুদ্ধ করতে, স্বাধীনতার পর সরকার আধুনিক সেচের ব্যবস্থা করে।
নিশ্চিন্তাপুর, চন্দ্রঘোনা, মরিয়মনগর, লালানগর ইউনিয়ন ও পৌরসভার কিছু ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এখন সোনালী ধানের ঘ্রাণ। পাড়ায়-পাড়ায় চলছে ধান মাড়াই। ফলন ভালো হওয়ায় সন্তুষ্ট চাষিরা। আর মজুরি বেশি পাওয়ায় খুশি শ্রমিকরা।
গুমাই বিলে প্রবাহিত নদীগুলোর মাধ্যমে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তুলেছে কৃষি বিভাগ। এই বিলে প্রতি বছর প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে ধানচাষ হয়।