চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে।
গত ২৯ মে এ ঘটনা ঘটলেও বিষয়টি শনিবার রাতে জানাজানি হওয়ার পর শুরু হয় তোলপাড়। এ ঘটনার পর ভুক্তভোগী নারী আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার ব্যবহার করে আসছিলেন রোকেয়া বারী।
গত ২৯ মে দুপুরে ব্যাংকের লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান তিনি। সংশ্লিষ্ঠ কর্মকর্তা তাকে লকার রুমের দরজা খুলে দেন। এরপর তার জন্য বরাদ্দ রাখা লকারের কাছে গিয়ে সেটি খোলা দেখতে পান রোকেয়া। এ সময় লকারে মাত্র ১১ ভরি স্বর্ণালংকার অবশিষ্ট দেখতে পান তিনি। লকারে প্রায় ১৬০ ভরির অধিক স্বর্ণ ছিল। সেখান থেকে ১৫০ ভরি স্বর্ণ গায়েব হয়েছে জানান তিনি। এ ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত বলে ধারণা তার।
ব্যাংক কর্মকর্তারা বলছেন কিভাবে কী হয়েছে তারা কিছুই জানেন না। অভিযোগকারী নিজে লকার খোলা রেখেছেন নাকি অন্য কেউ লকার ভেঙে সোনা গায়েব করেছে তা তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে ভুক্তভোগীরা থানায় মামলা না করায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না। মামলা করা তদন্ত সাপেক্ষে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানা যাবে।
আল/ দীপ্ত সংবাদ