চট্টগ্রামে বিএনপির পদযাত্রা শেষে চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে ভাংচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর ওয়াসা এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই ভাংচুর চালানো হয়।
ভাংচুর চালানোর পর বেশ কয়েকটি কার, মোটর সাইকেল ভাংচুর করে, আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় আহত হয় আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী।
পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে জড়ো হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর কিছুক্ষণ পর নগরীর নুর আহমদ সড়কের নগর বিএনপির কার্যালয়ে তারা কয়েকদফা ভাংচুর চালায়।
এসময় বিএনপি অফিসের আশেপাশে লাগানাে বিএনপি নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন পুড়িয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের ডিসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার হবে। নির্বাচনী কার্যালয় ভাংচুর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
রুনা/এসএ/দীপ্ত নিউজ