চট্টগ্রামের মোহরা এলাকা থেকে অপহরনের তিনদিন পর মাহিম নামে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) এই ঘটনায় এক মহিলাসহ চারজনকে আটক করা হয়েছে।
জব্দ করা হয়েছে অপহরন ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা ও শিশু বিক্রির টাকায় কেনা একটি মোটর সাইকেল। সন্তানকে ফিরে পেয়ে দারুণ খুশী তার পরিবার।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার বাসার সামনে অন্যদের সাথে খেলছিল আড়াই বছর বয়সী ছোট্ট মাহিম । কিছুক্ষণ পর একজন সিএনজি অটোরিক্সা চালক অন্য আরেকজনের সহায়তায় মাহিমকে সিএনজিতে তুলে নিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলে মাহিন বাসায় না ফেরায় আশেপাশে খুঁজতে শুরু করে মাহিনের মা পারুল বেগম। এক পর্যায়ে চান্দগাও থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি।
মাহিমকে তুলে নিয়ে অপহরনকারীরা চলে যায় চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী গ্রামে। সেখানে তাকে রিনা বেগম নামে এক নি:সন্তান মহিলার কাছে বিক্রি করে দেয়। শুক্রবার সকালে নগরীর বায়েজিদ এলাকা থেকে প্রথমে সিএনজি অটোরিক্সা চালক নুরুল ইসলাম মুরাদকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাকিদের আটক করে পুলিশ। আটক অন্যরা হলেন মো. জুয়েল, মো. রাসেল এবং রিমা আক্তার। পলাতক আছেন মো. হাশেম।
গেল দুইবছর ধরে দুই শিশু সন্তান আর স্ত্রী পারুলকে ফেলে লাপাত্তা তার স্বামী। এরপর থেকে অন্যের বাসায় কাজ করে দিন কাটাচ্ছিলেন পারুল। হঠাৎ করে এমন ঘটনায় দিশেহারা হয়ে যান মা। শেষ পর্যন্ত সন্তানেকে খুঁজে পেয়ে খুশীতে আত্মহারা তিনি। চান দোষীদের শাস্তি।
এই ঘটনায় আর কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এফএম/দীপ্ত সংবাদ