চট্টগ্রামে নিবন্ধন ছাড়া অনলাইন ও আইপি টিভিগুলোর বিরুদ্ধে দ্ধিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসান।
সোমবার (২৬ জুন) দুপুরে চাঁদাবাজি, হয়রানিসহ বিভিন্ন অভিযোগে চট্টলা টিভি নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে বেশ কয়েকটি ক্যামেরা ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
এর আগে রবিবার (২৫ জুন) নিবন্ধন ছাড়া আইপি টিভি পরিচালনা ও সংবাদ প্রচারের অভিযোগে সি প্লাস টিভি, সি ভিশন, এসবি টিভি ও দৈনিক অর্থনীতি নামে চারটি কথিত টিভির অফিস সিলগালা করা হয়।
ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অনুমোদনহীন অনলাইন টিভিগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
রুনা আনসার/আফ/দীপ্ত নিউজ