আসন্ন রমজান উপলক্ষে চট্টগ্রামের দোহাজারীর দিয়াকুলবাসীকে ইফতার সামগ্রী উপহার দিয়েছে কাজী ফামর্স গ্রুপ।
সোমবার (২০ মার্চ) দুপুরে কাজী পোলট্টি ফার্ম প্রাঙ্গণে ওই এলাকার ৫শ’ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন কাজী ফামর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গ্রুপের নির্বাহী পরিচালক রেজাউল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চন্দনাইশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়াবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বেগ, সাংগঠনিক সম্পাদক বাবর আলি ইনু, চন্দনাইশ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুক্কুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় কাজী ফামর্স গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান বলেন, ‘রমজান একটি পবিত্র মাস। এ সময়টাতে যেন এলাকার মানুষ একটু ভালো থাকতে পারে, সেজন্য অবস্থাসম্পন্ন সকলের এগিয়ে আসা উচিত।’
তিনি আরও বলেন, ‘কাউকে দরিদ্র ভেবে এই ইফতার সামগ্রী উপহার দেয়া হচ্ছে না। বরং সবাইকে নিজেদের মানুষ মনে করেই তাদের পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা করছে কাজী ফামর্স গ্রুপ।’
এমবিআর/দীপ্ত সংবাদ