পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘দানা‘ আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। এটি মধ্যরাতে উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে। বড় বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে পটুয়াখালী সহ দেশের ১৪ জেলার চর ও দ্বীপ সমূহের নিম্নাঞ্চল ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতর বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টার সহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।
আল/ দীপ্ত সংবাদ