ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালায় দুদক। এসময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান সাংবাদিকদের কাছে জানান, ডাক্তার ফাতেমা সিদ্দীকার ৫-৬ বছরের পুরনো ফাইল বের করে ২৬ কোটি টাকার সম্পদ গোপন করার অভিযোগ তোলা হয়।
এরপর রাজশাহী কর বিভাগের সার্কেল ১৩ অঞ্চলের উপ-করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া বিপুল অংকের কর ধার্য করার করার হুমকি দেন। মহিবুলের দাবি অনুযায়ী ৬০ লাখ টাকার মধ্যে আজ সকালে ১০ লাখ টাকা ঘুষ নিয়ে যান ডাক্তার ফাতেমা সিদ্দিীকা। এর পর টাকাগুলো নিয়ে মহিবুল ইসলাম তাঁর কার্যালয়ের ড্রয়ারে রাখেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করে দুদকের কর্মকর্তারা । আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।
এদিকে, রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। কর ভবনের উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভেঙে বাধা প্রদানের চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তি হয়।
রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার শাহ্ আলী বলেন, সুনির্দিষ্ট কি অভিযোগ তা বলতে পারবো না। তবে জানতে পেরেছি ডা: ফাতেমা সিদ্দিকার সম্পদের ২৬ কোটি টাকার কর ফাঁকির একটি ফাইল ছিলো। সেটি নিয়ে কাজ করছিলেন উপ-কর পরিদর্শক।
আল/দীপ্ত সংবাদ